মাহমুদ নোমান

মাহমুদ নোমানের তিনটি কবিতা

মাহমুদ নোমান


ব্যক্তিগত


দেখা হলেই বলবো
আমি তোমার সাথে রাগ করেছি
মাতবো না,
নিজেকে খুব বকেছি
সেদিন রোদের ইস্কুলে
ধুলো ঝাপটে চোট পেয়েছি
ঘেমে নেয়ে যখন জেনেছি
তোমার ঘরে বেহালাবাদক,
বেহালাবাদক তোমার ঘরে
খোলা হৃদপিণ্ড সেলাই করছে
আমার নদী ছেড়ে দিয়েছি,
ছেড়ে দিয়েছি আমার নদী
মুঠো ভরা হাত থেকে...



জার্নি বাই ট্রেন



ট্রেনে ফিরছি -
ভাড়াটিয়ার ছাদে বুনো চাঁদের অট্টহাসি
শঙ্খখালের পাড়ে
ফলন্ত জমির আঁতে
হলুদে ভুট্টার -
নীল দাগের পায়জামা গায়ে;
পপিদের গোসলখানায় জলপতনের
বেরহম শব্দ,
জালফাটার তুমুল ঘর্ষণে
সাবানের ফেনায় তড়পড়াচ্ছে
পিকআপ ভ্যানের দু'টো হেডলাইট।


অলির মাজারে

দুপুরটি আর ফিরছে না
জর্দা ভাতের গরাস মেখে,
জিওল মাছের সোনায় গতর
মোহতারিমার নাকের নথে
চুমুকে পাথর টানে -
চুমুকে বড়শি টানে -
পাথর ভাঙে জলে পড়ে
এমন জলে নদী ভাঙে -
পাহাড় এসে তলিয়ে যায়,
আশেক মাশেক খেলা করে
ঢেউয়ে ঢেউয়ে উথলে ওঠে