সুনির্মল বসু
অলৌকিক জলযানের কলম্বাস
সুনির্মল বসুআমরা যারা যৌবনে অলৌকিক জলযানে চড়ে কলম্বাসের মতো দূর সমুদ্রে পাড়ি জমিয়েছিলাম,
তাদের অনেকেই উত্তাল নীল সমুদ্রজল পেরিয়ে
বন্দরঘাট খুঁজে পেয়েছেন, তাদের দৃষ্টিপথ পরিস্কার ছিল, কম্পাসে তাঁরা লাইট হাউস দূর থেকে চিনে নেন,
যাত্রাপথে ইস্তাম্বুল, নায়াগ্রা ফলস,সব ই দেখা হয়ে যায়, অভিঞ্জতা সমৃদ্ধ হয়,পথের পাঁচালী,
সবাই তা পারেন নি,ধনপতি স ওদাগরের মতো বানিজ্য করতে গিয়ে বিপত্তি,
কারো অঙ্ক সহজে মেলে,কারো অঙ্ক মিলতেই চায় না,
কত দিন গেলো,কত রাত এলো, সমুদ্রনাবিক ওরা আর ফিরলো না,নিয়ন আলোয় সমুদ্র তীরে দাঁড়িয়ে হাঁক পাড়ছি,সুশোভন,অমলেশ, কোথায় গেলি তোরা, ফিরে আয়।
কোনো সাড়া নেই, শুধু সমুদ্রজলের গর্জন,উতরোল উচ্ছ্বাস,
ওই ঢেউগুলো আমার আওয়াজকে ব্যঙ্গ করে,ভাবি,উই আর অন্ দ্য সেম বোট,অথচ, জীবন প্রত্যেকের জন্য ঠিকানা বদলায়,কাছের মানুষ দূরে চলে যায়, দূরের মানুষ কাছে আসে।
রাত্রি গভীর হলে, বাতাস এসে কানে কানে বলে যায়,যে যায়,সে যায়,
রাতের সমুদ্রের উপর অ্যালবার্টস পাখি উড়ে যায়।