অরূপ দত্ত

 



আত্ম অনুভূতি


।। অরূপ দত্ত।।


১/
স্বপ্ন প্রদানকারী মেঘ
কার জন্য অপেক্ষা করো!
আমি দেখি খনে খনে
অন্ধকার ঘন হয়ে আসে,
দ্রুত নেমে এসো
আমাদের এই অধর্মের অবকাশে।


২/
বেড়ে ওঠা
আমি জানি না, সে কেমন
কি ভাবেই বা বেড়ে উঠতে হয়!
কেউ ধর্মে বেড়ে ওঠে
কেউ হাওয়ার বিপরীতে।


৩/
পর পর দেখি
হেরে যাওয়া,
বিড়ালের মতো সব
বাঘেদের কাছে।
একদিন সত্যি সত্যি হেরে যাবো,
যদি তোমার গায়ে
ডোরাকাটা দাগ লেগে থাকে।



নিজেকে সাজিয়ে তুলি
সময় উপযোগী কে আর সাজাবে আমায়!
প্রণাম করতে গেলে আজও,
অহংকারের সব পোষাক খুলে রাখতে হয়।


৫/
হবে না বলে,কোন কথা নেই
ঘুরতে ঘুরতে একদিন
আমিও ভালো মানুষ হয়ে যাবো।
স্বপ্নে সানি লিওন আসবে না,
মেরি বা রাধার সঙ্গে দেখা হয়ে যাবে।