দীপঙ্কর সরকার
দীপঙ্কর সরকারের কবিতা
গন্তব্য
হাওয়ারও গন্তব্য আছে অজানা নিরুদ্দেশ
মন্তব্য নিষ্প্রয়োজন চেয়ে দ্যাখো সমুদ্র সফেন--
হাতছানি দ্যায় করতলে জমে ঘাম পাখিরা
আকাশের বুকে সাঁতরায় নির্নিমেষ দ্বিধাহীন।
গাছেরা বহাল তবিয়ত ফুল ও ফল দ্যয় বছর
ভর ; রঙে রসে ভরা এ জীবন কতনা মধুময়!
স্বপ্নে সোহাগে এই বাঁচা আশ্চর্য রকম, আলো
ও জলের সংস্পর্শে নিত্য নতুন উজ্জীবিত হওয়া।
হাওয়ার গন্তব্য অজানা তখনও বিশদে গবেষণা
সাপেক্ষ।
সবটা আড়াল
এতটা বিষাদ জমা ঠোঁটে লিপস্টিক লাগাও
শোকচিহ্ন মুছে হেসে ওঠো খিলখিল --
সবটা আড়াল গোপন রাখো বেমালুম।
কীভাবে নির্দয় হও হৃদয়ে কঠিন হয়ে বড্ড
নিষ্করুণ!
পাপ-তাপের কথা ভুলে যাও নিষ্কলুষ
নিজেকে সাজাও অপ্সরা কিন্নরী মোহময়
করে তোল আশ্চর্য রকম অপরূপ সুন্দরী।
কীভাবে এতটা পারো দুঃখের অভিঘাত
দূরে রেখে সবটা আড়াল সামলাও একা
এবং একা।