আমিনুল ইসলাম
তিনমাত্রার ভাব
আমিনুল ইসলাম
১
খ-থেকে হলুদ কাচঘষা কোমল ধৈবত
যন্ত্রণা মেখে রোদের তীব্র দিচ্ছে বিলিয়ে
গোপন ঢেউয়ে
কুয়াশাভোর এক নিরালা ফুটফুটে তামাকের
বিভোর
রঙের আমাকে
জাপটা দিয়ে পেয়ে বসছে সোনালি মসলিন
ঘষা ধৈবতের কোমল হলুদ। কাচ
নরম করছে রক্তকণা
২
বরফের ধ্বনির ভিতর রক্তহীম
নাতিদীর্ঘ সুলেখা মনে পড়ে
শোনা যায় আলিফার স্তনে গিটারের কোমল থিয়েটার
শেফালীর বেগম হওয়া খুবই সহজ মনে হয়
কিংবা মিতা থেকে পাতাঝরা ঝরা-যুথিকাবন
রক্তহীম বরফের ভিতর ভুলভুলাইয়া খণির
মিতা কখনও কখনও-বা সীতা
সীতাও গীতা সাজে রূপরং চারুকলা
চার অনুপাতে মেখে যায় শহরে
৩
হেসে যায় খেলে যায় গড়িয়ে গড়িয়ে নামে
পাথরে পাথরে সাজানো তুলির সহবাস
কলসির সবকলা বুনে চলেছে বালিহাঁস
মানতের বলিকাঠে রক্তলয় যুদ্ধ ছয় ভেবে ভেঙে
কাতর হাওয়া
দলিত হে চাষ এ মধুমাস। ধান বুনে
কবির বেগম বেগমের তাস